ধুনট প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ (১২ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০টায় ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্্যালী অনুষ্ঠিত হয়।
র্্যালী টি উপজেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে ধুনট বাজারে বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় এবং র্্যালী পরবর্তীতে শপথবাক্য পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আফতাব হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথবাক্য পাঠ করান, ধুনট উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধুনটে অনেক উদ্যোক্তা রয়েছেন, এবং অনেকেই খুব ভালো মানের উদ্যোক্তা হয়েছেন, যেমন আমাদের ধুনটের একজন যুব উদ্যোক্তা সে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন এবং আজ সে মন্ত্রণালয় থেকে পুরুষ্কার গ্রহণের জন্য গিয়েছেন।
অতএব আমরা সকলেই সফল উদ্যোক্তা হওয়ার জন্য মনোবলকে শক্তিশালী করবো এবং ধৈর্যের সাথে এগিয়ে যাবো তাহলেই সফলতা আসবে। সেই সাথে উদ্যোক্তাদের যে কোনো সহযোগিতায় উপজেলা প্রশাসন সর্বদা সাথে ছিলো আছে এবং থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ খায়রুজ্জামান।
আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ আব্দুল্লাহিল কাফি, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ শরিফুল ইসলাম খোকন, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম দুলাল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ধুনটের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, যুব উদ্যোক্তা, তরুণ যুবক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড