শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি'র নেতৃত্বে নতুন উদ্যম ও ঐক্যের বার্তা নিয়ে সাধারণ সম্পাদক পদে মাঠে নেমেছেন তরুণ, শিক্ষিত ও উন্নয়নমুখী চিন্তাধারার নেতা প্রকৌশলী তৌহিদুর রহমান। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে বি.এস.সি.ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনকারী এই যোগ্য প্রার্থী পেশাগত জীবনে যেমন সফল, তেমনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ও তৃণমূলের কাছে পরিচিত এক নিবেদিতপ্রাণ কর্মী।
দেশব্যাপী সুনামধন্য “ইশাল কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং”-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সাফল্যের স্বাক্ষর রেখে চলা তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আহ্বায়ক কমিটি, শেরপুর জেলা বিএনপি'র সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক (প্রকৌশলী), আজীবন সদস্য কাউন্সিল মেম্বার, দ্যা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
প্রয়াত পিতা মরহুম আব্দুছ ছালামের হাত ধরে রাজনীতিতে আসা এই প্রার্থী পিতার ন্যায়, সততা, সাহস ও দলপ্রেমকে অনুসরণ করে চলেছেন। মরহুম আব্দুছ ছালাম ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপি'র দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, সভাপতি ও আহ্বায়ক। যিনি মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনের হাল দৃঢ়ভাবে ধরে রেখেছিলেন।
প্রকৌশলী তৌহিদুর রহমান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবার মাধ্যম। তৃণমূলের কর্মীদের অধিকার আদায় ও সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করে বিএনপি'র প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমার লক্ষ্য।”
স্থানীয় অনেক নেতাকর্মী মনে করছেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সমন্বয়ে তৌহিদুর রহমান উপজেলা বিএনপিতে গতি, ঐক্য ও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন। তাঁদের বিশ্বাস, এই প্রার্থীই আগামী দিনে ঝিনাইগাতী বিএনপি'র জন্য হবেন আস্থার প্রতীক।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড