সৈয়দপুর প্রতিনিধিঃ
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকায় নিজেকে ডিবি পরিচয় প্রদানকারী দুইজন ভু’য়া ডিবিকে আ’টক করা হয়েছে ,,,এখন আমার কথা হল আপনার তো রিয়াল ডিবি পুলিশ হয়েও থাই ও ভিসা প্রতারণার কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেননি। আজকে যাদের গ্রেফতার করেছেন তারা ভুয়া হলে কি হবে ,,তারা উচিত শিক্ষা দিতে গিয়েছিল থাই ও ভিসা প্রতারককে তাদেরকে না ধরে যারা থাই ও ভিসা প্রতারণা করে মানুষকে নিঃস্ব করছে,, তাদেরকে গ্রেফতার করেন। প্রতারকের ক্ষেত্রে আপনারা নিশ্চুপ টাকা খাওয়ার পরে নীরব ভূমিকা পালন করে আসছেন ,, এখন পর্যন্ত থাই ও ভিসা প্রতারণার সাথে জড়িত তাদের কাউকে গ্রেফতার করে দেখাতে পারেননি ,,,ধিক্কার জানাই সেইসব প্রশাসনক।