ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বিকেলে মাদারীপুর প্রেসক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখা ও সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংস্থার সভাপতি শরীফ মো: ফায়েজুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বিটিভির সাংবাদিক (সাবেক) সাংবাদিক মাহবুবর রহমান বাদল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক (জনকন্ঠ) সুবল বিশ্বাস, মানবজমিন পত্রিকার সাংবাদিক আহসান কাজল, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক গাউস-উর- রহমান, রুপালী বাংলাদেশ ও আমার দেশ পত্রিকার সাংবাদিক বজলুর রহমান, যুগান্তরের সাংবাদিক রবিউল হাসান, দৈনিক বাংলাদেশ কন্ঠের সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া । এছাড়াও উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সাংবাদিকদের মধ্যে আরো উপস্তিত ছিলেন সময় টিভির ফটোগ্রাফার ও সাংবাদিক শাহাদাত আকন, জেটিভি'র সাংবাদিক মনিরজ্জামান মনির, রাজধানী টিভির সাংবাদিক ইসমাইল হোসেন হৃদয়, নিউজ বাংলা টুয়েন্টিফোর এর সাংবাদিক কাজী সোহাগ, মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নূরুল হক সর্দার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শরীফ সাজ্জাদ প্রমুখ।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের মধ্যে আরো যারা বাকী আছে তাদেরও অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও দোষীদের ফাঁসির দাবী জানান। অনুষ্ঠানের সভাপতি শরীফ ফায়েজুল কবীর তার বক্তব্যে উক্ত হত্যাকান্ডের তীব্র নিন্দা, ঘৃণা ও জোরালো প্রতিবাদের পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দ্রুত গ্রেফতার ও ১৫ কার্যদিবসের মধ্যে চার্জশীট প্রদানের ঘোষণা করায় বর্তমান সরকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তারা আরো বলেন, একটি স্বাধীন দেশের রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায় না। এ ধরনের নৃশংস হত্যাকান্ড গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত। তারা সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা আইন নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের আহ্বান জানান, বিচারের বাণী যেনো সাগর-রুনি হত্যাকান্ডের মতো ১১৯ বার পিছিয়ে না যায়, বিচারের বাণী যেনো নিরবে-নিভৃতে না কাঁদে !
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড