সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সরকারী প্রজ্ঞাপন অনুযারী সরকারী সকল কর্মকর্তা কর্মচারী এক মিনিট আগেও কোন অফিস কক্ষ ত্যাগ করতে পারবে না এমন বিধি মালা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র। অফিস সময়ের আগেই সকল শিক্ষক-শিক্ষিকা শিক্ষিকা স্কুল ত্যাগ করে বাসায় চলে যাচ্ছে,সরকারী নিয়ম অনুযায়ী ৪ টা ১০ মিনিটের আগে স্কুল বন্ধ করা যাবেনা এমন নির্দেশনা শিক্ষা অফিস দিয়ে থাকলে ও ৩ টা ৩০ মিনিটেই স্কুল বন্ধ করে চলে যায় সকল শিক্ষক-শিক্ষিকা। এমন অবস্থায় এলাকাবাসীর মধ্যে বইছে নানা আলোচনা ও সমালোচনার ঝর।
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের ৩৮ নং চাঁদনগর সরকারি প্রাথমিক বিদ্যালযের সকল শিক্ষক-শিক্ষিকা নির্দিষ্ট সময়ের আগেই পতাকা নামিয়ে স্কুল বন্ধ করে স্কুল ত্যাগ করে বিদ্যালয়টির ৪জন সহকারী শিক্ষক-শিক্ষিকা মোঃ রেজাউল করিম, মোছাঃ কোহিনুর খাতুন, মোছাঃ নাজমুন নাহার, মোছাঃ লাকী খাতুন
এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী প্রতিদিনই তারা এ রকম করে চলে যায়,কিছু বললে তারা আমাদের কথার কোন গুরুত্ব দেয় না। আমরা অভিভাবক যারা আছি তাদেরও কখনোও বিদ্যালয়ে ডাকে না,ভালোমন্দ কিছু জিজ্ঞেসও করে না। আপনারা সংবাদ প্রকাশ করুন যাতে বিদ্যালয়ের কিছুটা হলেও উন্নতি হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম বলেন,আমি উপজেলায় মিটিংয়ে ছিলাম আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিমকে ।
এই বিষয়ে কাজীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আবু সাঈদ বলেন,৪ টা ১০ মিনিটের আগে স্কুল বন্ধ করা যাবে না। আর এ ধরনের কাজ করে থাকলে আমি তাদেরকে শোকজ করবো।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড