আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের পীরগন্জে ৯ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়াম হল ঘরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন,২৪ রংপুর ৬ (পীরগন্জ) আসনের ধানের শীর্ষ প্রতিক এমপি মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলা বিএনপি’র আহবায়ক জননেতা সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, পীরগঞ্জ ইউএনও খাদিজা বেগম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মাহমুদুননবী চৌধুরী পলাশ। বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণত সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, মিসেস দর্কা সেন ওডাঃফিলিমন বান্কে প্রমুখ। সভাপতিত্ব করেন, আন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির পীরগন্জ সভাপতি মি.যোসেফ সরেন।