আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে পাগলাহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা সহিদুল ইসলামের বিরুদ্ধে চতুর্থ শ্রেনীর নিয়োগ দেওয়ার কথা বলে ৪২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ ভুক্তভোগীদের। নিজ কক্ষে সুপার জনতার মুখে অবরুদ্ধ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ। পুলিশ সুপারেকে নিয়ে উধাও। মিঠাপুকুর ইউএনও বরাবর ৬ জুলাই ২০২৫ ভুক্তভুগিরা ৪২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভুগী, সদস্য, ও এলাকাবাসী৫৮জনের স্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানাগেছে, চাকুরী দেয়ার নামে আতাউর রহমানের জন্য তার বাবা নজরুল ইসরামের কাছ থেকে ১৪ লক্ষ টাকা, ফরিদ হাসানের চাকুরীর জন্য নুরন্নবী মিয়ার ৬ লক্ষ টাকা, নাছরুল এর চাকুরীর দেওয়ার কথা বলে তার বাবার কাছে ১৩ লক্ষ ৯০ হাজার টাকা সুপার গ্রহন করে আত্মসাৎ করেছেন। এ ছাড়াও তৌকির আহমেদ এর চাকুরী দেওয়ার কথা বলে ৬ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় সুপার শহিদুল ইসরাম। চুক্তি হয়েছিল ১১ লক্ষ টাকা। আজ ৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সাড়ে ১২টায় সুপারকে অবরুদ্ধ করেন তার অফিসে ভুক্তভুগি ও এলাকাবাসী। তাদের দাবী দুর্নীতিবাদ সুপারের চাকুরী চ্যুত ও ভুক্তভুগিদের টাকা আদায়। পুলিশ মাদ্রাসার সুপারকে নিয়ে উধাও হওয়ায় ভুক্তভুগিরা টাকা আদায় করতে পারেনি।