গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি সড়কের পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকাতেই বসবাস করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে তুহিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’—এই ক্যাপশনসহ একটি ভিডিও পোস্ট করেন। ধারণা করা হচ্ছে, পোস্টটি কোনো অসন্তুষ্টির জন্ম দিতে পারে। ভিডিও পোস্ট করার পর তিনি মসজিদ মার্কেটের সামনে চা খাচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। হতবাক পথচারীদের চোখের সামনেই নির্মম এ হত্যাকাণ্ড ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, “এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।”
সাংবাদিক তুহিনের নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় দেশজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিহত সাংবাদিকের পরিবার, সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড