সৈয়দপুর প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার ৫ আগস্ট বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার। এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে হাজারো বিএনপি নেতা-কর্মী মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকলে র্যালিটি বিশাল জনসমাবেশে রূপ নেয়।
বিএনপি নেতারা বলেন, “বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করতেই এই বিজয় র্যালি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির এই লড়াই চলমান থাকবে।”
র্যালিকে কেন্দ্র করে শহরজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।