দেলোয়ার হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
৫ আগস্ট ২০২৪-এ বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগে আওয়ামী সরকারের পতনের বর্ষপূর্তিতে ৫ আগস্ট ২০২৫, নবীনগরের আলিয়াবাদ বাসস্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, নবীনগর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস এর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এই মিছিলটি নবীনগর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটে এসে শেষ হয়।মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস।
তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে,আমাদেরকে সহনশীলতা বজায় রাখতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু মিছিলে সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ,নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু এবং নবীনগর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সায়েদ। জেলা বিএনপির সদস্য হযরত আলী, নবীনগর উপজেলা যুবদলের আহব্বায়ক এমদাদুল বারী, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আশরাফুল আলম রুবেল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্র দলের ভারপাপ্ত আহবায়ক জাহিদুর ইসলাম, সরকারি কলেজের সাবেক আহবায়ক গোলাম সামদানী হৃদয়।
বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূপুরের পর থেকেই নবীনগরের ২১ টি ইউনিয়ন ও পৌর এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করার জন্য নবীনগর আলিয়াবাদ বাসস্ট্যান্ডে জমায়েত হতে থাকে বৃষ্টির মধ্যেও বিশাল মিছিল প্রমাণ করে কাজী নাজমুল হোসেন তাপস জনগণের নিকট তুমুল জনপ্রিয়।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড