নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বৃষ্টির তোয়াক্কা না করে নান্দাইল উপজেলার সচেতন জনতা আজ নেমে আসে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নান্দাইল উপজেলা শাখার আয়োজনে আজ ৫ আগস্ট সোমবার সকাল ১১টায় একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নান্দাইল নতুন বাজার, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে আচারগাঁও ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলের শুরু থেকেই ছিলো বৃষ্টির ধারা। কিন্তু বৃষ্টি বাধা হতে পারেনি ইনসাফপ্রত্যাশী জনগণের অটল অবস্থান। শত শত নেতা-কর্মী, ছাত্র, যুবক, প্রবীণ এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। তারা হাতে হাতে ব্যানার, প্ল্যাকার্ড, ইসলামী পতাকা বহন করেন এবং “সাঈদ মুগ্ধ হত্যার বিচার চাই”, “ইনসাফ কায়েম করো”, “সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও” ইত্যাদি স্লোগানে গগনবিদারী আওয়াজ তোলে।
গণমিছিল পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বলেন,
“আজ সারা দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। মেধাবী ছাত্র সাঈদ মুগ্ধকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ তার হত্যার বিচার এখনো হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত বিচার সম্পন্ন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এই রাষ্ট্রে যদি ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়, তাহলে সাধারণ মানুষ আর কাকে ভরসা করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনসাফ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।”
সমাবেশ শেষে শহীদ সাঈদ মুগ্ধসহ সকল নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মুনাজাতে অংশগ্রহণকারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
গণমিছিল ও সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
এ কর্মসূচিকে ঘিরে নান্দাইলের সচেতন মহলে ব্যাপক সাড়া পড়ে। সাধারণ মানুষও এই গণমিছিলের ন্যায়সঙ্গত দাবিকে স্বাগত জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড