বিশেষ প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানানো হয়, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।”
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ আয়োজনে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আয়োজনে যা থাকছে: সকাল ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বিশেষ ড্রোন শো। রাত ৮টায় পরিবেশিত হবে জনপ্রিয় ব্যান্ডদলগুলোর পরিবেশনা।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের এই দিনটি—৫ আগস্ট—ছিল এক মাসব্যাপী গণআন্দোলনের চূড়ান্ত দিন। ‘অভ্যুত্থানের ক্যালেন্ডারে’ যার নাম দেওয়া হয় ‘৩৬ জুলাই’। এদিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ রাজধানীর কেন্দ্রস্থলের দিকে রওনা দেন।
জনগণের তীব্র আন্দোলন, লাশের মিছিল এবং আত্মত্যাগের কাছে মাথা নত করে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। তিনি ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়েই অবসান ঘটে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের, সূচনা হয় একটি নতুন অধ্যায়ের।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড