আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধি:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভূঁইয়া, বিএনপির নেতা মো. ওবায়দুল হক, নাজিম আহমেদ, কলি আক্তার, রফিকুল ইসলাম রফিক, ফারুক আহমেদ চৌধুরী, জিহাদ খাঁন মিতুল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম জহির, সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব জামিল রিপন বলেন, ‘আজকের এই র্যালিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বর্ণাঢ্যভাবে অংশগ্রহণ করেছেন।এটি প্রমাণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় এখনো আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।’
সংযুক্ত ছবি :
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড