গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের তথ্যপ্রযুক্তি-ভিত্তিক অভিযানে ৩ বছর ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক মাসেরও বেশি সময় ধরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ সামিউল ইসলাম (৩৬)। তিনি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে দায়ের হওয়া একটি পারিবারিক দেনমোহর মামলায় গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের সহকারী জজ (সাদুল্লাপুর) আবু রায়হানের আদালত সামিউলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলাটি নম্বর ছিল ৫৬/২২। তবে রায় ঘোষণার পর থেকেই আসামি সামিউল পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন জানান, “দীর্ঘ সময় ধরে পলাতক থাকা আসামিকে প্রযুক্তির সহায়তায় সুনির্দিষ্টভাবে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে আদালতের মাধ্যমে সোমবার (৪ আগস্ট) জেলহাজতে পাঠানো হয়েছে।”