আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্টারগার্ডেনের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে কোন বৈষম্য করা হয়নি। কিন্টার গার্ডেন স্কুলের নিজস্ব বৃত্তি পরীক্ষা রয়েছে। সেখানকার বাচ্চাদের মেধার মূল্যায়ন করা হয়। দেয়া হয় সব ধরনের সুযোগ সুবিধা। সে দিক থেকে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে।
সোমবার(৪ আগষ্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সবায় গণমাধ্যমকর্মীদেরকে এক থা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিম্ন বৃত্ত ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করে। প্রতিনিয়ত তারা পিছিয়ে পড়ছে। এই শিতকহক্ষাকে সার্বজনীন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। অবকাঠামো উন্নয়নসহ শিক্ষক নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে। শিশুদের পুষ্টির ঘাটতি মেটাতে ১শ' ৬৫ উপজেলায় স্কুল ফিডিং প্রকল্প চালুর কথাও জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশে ব্যাংকের ছাতার মত স্কুল গড়ে উঠেছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রভাব পড়ছে। তিনি অভিভাবকদের আহ্বান জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের পাঠানোর। আর কিন্টার গার্ডেন স্কুল পরিচালনা সরকারি নিয়মের মধ্যে আনার কথাও জানান তিনি।
সম্প্রতি প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের বিষয়ে তিনি আহ্বান জানান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররাও একই গ্রেডের হলেও কোন মতবিরোধ হবেনা৷ দেশে অনেক সরকারি দপ্তরে এরকম কর্মকর্তা রয়েছে এপর্যন্ত কোন সমস্যা হয়নি। প্রধান শিক্ষকরা মিলেমিশে কাজ করবে। আগামীতে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদন্নোতির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।
রংপুর জেলা প্রশাসন জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সবায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের পরিচালক কামরুল হাসান ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মত বিনিময়ে সবায় জেলার আট উপজেলার শিক্ষক, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেয়। এর আগে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে আরডিআরএস এর রোকেয়া হল রুমে আলোচনা সভায় অংশ নেন উপদেষ্টা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড