প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ণ
দশমিনায় প্রবাসী সংখ্যালঘুর বসত ঘরে ডাকাতি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় সংখ্যালঘু এক পরিবারের বসত ঘরে রাতের আধারে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূঁজা খোলার উত্তর পাশে প্রবাসী সংখ্যালঘু পরিবারের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দল নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি জিনিস এবং সিসি ক্যামেরার মেশিন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্তানদের লেখা পড়া শেষে রাতের খাবারের পরে পরিবারে সবাই নিয়ে ঘুমিয়ে পরেন। পরে রাত ৩ টার দিকে দেখে বসত ঘরের গ্রিল কেটে দরজা ভেঙ্গে তিন চারজন ডাকাত তাদের ঘরে ডুকে পরে এবং তাদের শারিরীক নির্যাতন শুরু করেন আর সবাইকে চুপ করে থাকতে বলেন। ডাকাত দল ঘরে নগত টাকা ও জিনিস কি আছে জানতে চাইলে তারা বলতে রাজি না হলে প্রবাসীর স্ত্রী শিক্লা রানীকে মারধর শুরু করেন। ডাকতদল ঘরের অন্যরুমে গেলে জীবন রক্ষার্থে পরিবারের সবাইকে ঘরে রেখে প্রবাসীর স্ত্রী শুক্লা রানী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন। তার ডাক চিৎকারের এলাকার লোকজন আসতে শুরু করলে বসত ঘরে রাখা নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি জিনিস এবং সিসি ক্যামেরার মেশিন নিয়ে যায়। পরে অসুস্থ্য অবস্থায় শুক্লা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
এবিষয়ে প্রবাসীর স্ত্রী শুক্লা রানী বলেন-চারজন পুরুষ মানুষ মুখ বেধে ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে বেধরক মারধর শুরু করে এবং ঘরে রাখা নগত ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণের জিনিস এবং সিসি ক্যামেরার মেশিন নিয়ে যায়। আমার হানির ভয় দেখায় আমি সম্মান বাঁচাতে ছাঁদ থেকে ঝাঁপ দেই। পরে আমার ডাক চিৎকারে এলাকার লোকজন আসে। থানা পুলিশকে খবর দেয়। পরে পুশিশ ঘটনাস্থলে আসে। এরপরে আমাকে হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত