বিশেষ প্রতিনিধিঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর থেকে কখনোই আইন-শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছায়নি। তবে গত এক বছরে বর্তমান সরকার পরিস্থিতির উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করেছে।
সোমবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “গেল বছরের ৫ আগস্ট থেকে বর্তমান সরকারের অধীনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, যদিও কাঙ্ক্ষিত স্তরে পৌঁছানো সম্ভব হয়নি। আগামী যে সরকার আসবে তারা আরও ভাল করবে বলে আশা করা যায়।”
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত বজায় থাকবে এবং এই সময়সীমায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনও কাজ চলছে, যা নির্বাচনের পূর্বে সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। “আমাদের অনেক অস্ত্র হারিয়েছে, এগুলো উদ্ধারে অভিযান চলবে,” বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে সুরক্ষা দেওয়া হবে এবং যাদের নিরাপত্তার ঝুঁকি বেশি, তাদের অধিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। “কোন দল কতোটা ঝুঁকিপূর্ণ, তা বিভিন্ন এজেন্সি নির্ধারণ করে,” বলেন তিনি
৫ আগস্টের পরিস্থিতি নিয়ে মানুষের মাঝে আতঙ্কের প্রশ্নে উপদেষ্টা বলেন, “আগেও ৩ আগস্টকে কেন্দ্র করে আতঙ্ক ছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনও বড় সমস্যা হয়নি। সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নত হয়েছে।”
তিনি আরও বলেন, “সতর্কতা সব সময়ই থাকবে, আমরা সজাগ রয়েছি। ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।”
উপদেষ্টা উল্লেখ করেন, মব (দাঙ্গা-সংঘর্ষ) আগের চেয়ে কমে এসেছে এবং নির্বাচনের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড