ক্রাইম রিপোর্টারঃ
বঞ্চনার অবসান চাই, উন্নয়ন চাই, সাঁকোয়ায় ইপিজেড চাই! এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সীমানাবর্তী সাঁজোয়া ব্রীজের পাশে ইপিজেড স্থাপনের দাবীতে ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট শুক্রবার বিকালে সাঁকোয়া ব্রীজ এলাকাবাসীর আয়োজনে সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ি আবু তাহের তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এ্যাড. সিরাজুল ইসলাম বাবু।
আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির তনু,এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, এ্যাড. ফারুক কবীর, এ্যাড. মোহাম্মদ আলী, অঞ্জলি রানি দেবী, আইজার রহমান বিএসসি, আব্দুল্লাহ আদিল নান্নু, আইনজীবী সহকারী আব্দুল হাই, হারুনুর রশিদ বিএসসি, মোমিনুল ইসলাম, পরিতোষ চন্দ্র রিপু, আবু তাহের, শারমিন সুলতানা, মোঃ কামাল সরকার, শাহ মাহমুদ হাসান রুমন, দিপনসহ অন্যান্যরা। এসময় অসংখ্য নারী-পুরুষ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণ তরুনীরা উপস্থিত হন।
এতে বক্তারা বলেন,গাইবান্ধা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এখানে শিল্প নেই, কর্মসংস্থান নেই, নেই সরকারি কোনো বড় প্রকল্পের ছোঁয়া। অথচ এই এলাকা নদী, সড়ক, রেল ও শ্রমশক্তির অপার সম্ভাবনার এক দুর্লভ মেলবন্ধন। তারা আরও বলেন, সাঁকোয়ার অবস্থান জেলার মধ্যস্থান হওয়ায় এর সুফল জেলার সবাই সমানভাবে ভোগ করবে। এখানে ইপিজেড হলে বদলে যাবে গোটা জেলার চিত্র। কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, মানুষ বাঁচবে মাথা উঁচু করে। আমরা আর বঞ্চনার প্রতীক হতে চাই না, উন্নয়নের শরিক হতে চাই। আমাদের ছেলেমেয়েরা আজ ঢাকায় রিকশা চালায়, বিদেশে শ্রমিক, ঢাকায় চিটাগাংয়ে গার্মেন্টসে কাজ করে। অথচ আমাদের এলাকায় যদি একটি ইপিজেড হতো, তাহলে তারা আজ গর্ব করে কাজ করত নিজেদের এলাকায়। এ সমাবেশ শেষে আয়োজকরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড