ইবনে আলী সরকার, সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ইয়াসিন হত্যার বিচারের দাবীতে সৈয়দপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে
মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন নিহত ইয়াসিনের পরিবার ও এলাকাবাসী।
আজ শুক্রবার (১ আগস্ট ) বিকেল ৪ টা উপজেলা লক্ষণপুর পাঠান পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে প্রায় এক ঘন্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখে নিহত ইয়াসিনের পরিবার ও এলাকাবাসী।
এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভে বক্তব্য দেন নিহত ইয়াসিনের মা মেনহারুল,বোন মিনা,এলাকাবাসি আযহার ,রহমত খান ।
এ সময় বক্তারা বলেন ,গত বুধবার রাতে নিহত ইয়াসিন সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় রাত ১১ টা পর্যন্তের সহপাঠীদের সঙ্গে ছিলেন পরে কে বা কাহারা উপজেলার সাইলার মোড় নামক স্থানে ডেকে নিয়ে যায় । তার পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজা খুজির পর পরে দিন বৃহস্পতিবার সকালে শহরের বগুড়া ক্যানেল সেলফির মোড় নামক স্থানে আকাশমনি গাছের ঝুলন্ত লাশ দেখতে পান।
এ সময় বক্তারা দাবি করেন, মেয়ের সাথে সম্পর্ক থাকায় মেয়ের পরিবার রাত্রে মেরে আকাশমনি কাছে ঝুলিয়ে রাখে মরদেহ।
এ সময় নিহত মা ও বোন এবং সহপাঠীরা অভিযোগ করে বলেন, ওই মেয়ের পরিবার তাদেরকে হুমকি প্রদান করে যাতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি তারা না করে। এবং ইয়াসিনকে একাধিকবার হুমকি দেয়।
এ সময় এলাকাবাসী প্রায় এক ঘন্টা ও পার্বতীপুর সড়ক অবরোধ করে রাখে পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় সেনাবাহিনী প্রথমে যানযট নিয়ন্ত্রণ করেন। তারপর নিহতর পরিবার ও এলাকাবাসীর কাছে বিষয়টি শুনেন। এবং সঠিক বিচারের আশ্বাস দেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড