নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই সনদের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’।
শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে শাহবাগ এলাকায় অবস্থানরত আন্দোলনকারীদের তৎপরতা দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সড়কের উপর ত্রিপল বিছিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিচ্ছেন। আন্দোলনকারীরা সড়কের চারপাশে ব্যারিকেড তৈরি করায় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীরা বলেন, এখনও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যরা আন্দোলনে অংশ নিতে বাধ্য হয়েছেন। দাবি জানানো সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তাদের ভাষায়, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমরা গাছের ফুল নয়, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।”
তারা আরও বলেন, সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করা হলে তারা রাজপথ ছাড়বেন না। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। তা না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে তোলা হবে।”
এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা স্লোগান দেন— “রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”,
“অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড