ষ্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে সাত পুরুষকে আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
এ দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ আরও ১০ জনকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, বুধবার (৩০ জুলাই) দিনগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি সীমান্ত এলাকা দিয়ে সাত পুরুষকে পুশইন করে বিএসএফ। এরপর তারা ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা তাদের আটক করে।
এ দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ৯ নারী ও ১ জন পুরুষসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। এর তারা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করার সময় তাদের আটক করে নীলফামারী-৫৬ বিজিবি সদস্যরা।
আটকের পর তাদের তেতুলিয়া ও পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
পরে বিএসএফ সদস্যরা লাইট বন্ধ করে দিয়ে পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে তাদের ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে।
আটকরা বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড