মংচিন থান,তালতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার রক্ষা ও জীবিকায় টেকসই উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস)-এর আয়োজনে বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক’ গঠন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পেশাজীবী অংশীজন—মৎস্যজীবী, স্থানীয় সিবিও প্রতিনিধি, এনজিও, সাংবাদিক, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
টেকসই ও সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করে মৎস্যজীবীদের অধিকার, জলজ সম্পদের প্রবেশাধিকার এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করবে বলে আয়োজকরা জানান।
সভায় নেটওয়ার্কের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ‘টেকনিক্যাল অফিসার (লিগ্যাল ও অ্যাডভোকেসি)’ আতিকুর রহমান।
পরবর্তীতে সাধারণ পরিষদের ২১ জন সদস্যের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।সভাপতি নির্বাচিত হয়েছেন মো :আবু সিদ্দিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শাহজালাল ফরাজী।
অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মি:মংচিন থান,সহ-সভাপতি( মহিলা) মোসাম্মৎ শারমিন বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক( মহিলা) শ্যামলী রানী,কোষাধক্ষ্য মো:আব্দুল কাবির,প্রচার ও দপ্তর সম্পাদক মো:হায়রাজ মাঝি, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রুমা আক্তার,অফিস ও ডকুমেন্টেশন মি:মংথিন জো,কার্যনির্বাহী সদস্য মোসাম্মৎ মনিরা খাতুন, মো:অয়ন তালুকদার, মো:মনোয়ার হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন,এই নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় জেলেরা টেকসই জীবিকা, খাসজমি ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, ন্যায্য অধিকার প্রাপ্তি ও সেবাগ্রহণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে।নবনির্বাচিত সভাপতি আবু সিদ্দিক বলেন,সিএনআরএস-এর এ মহৎ উদ্যোগ তালতলীর প্রান্তিক মৎস্যজীবীদের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা সকলে একযোগে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সহযোগিতা কামনা করি।
সভায় আরও উপস্থিত ছিলেন সিবিডিপি প্রকল্পের ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএস-এর উপজেলা সমন্বয়কারী মোঃ তাজবীর এলাহী প্রমূখ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড