ক্রাইম রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। একইসঙ্গে দুই মাদক কারবারি বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০) কে গ্রেফতার করা হয়েছে।
৩১ জুলাই বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকায় ঢাকা রংপুে মহাসড়কের পাশে মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বিকাশ বাঁসফোর গাইবান্ধা পৌর শহরের কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।
এ অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয় ও এরসাথে জড়িত দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান গণমাধ্যমে জানান, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।