বিশেষ প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে। এ সুপারিশে বিদ্যমান আসনগুলোর সীমানা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা আজ কমিশনারের নেতৃত্বাধীন কমিটিকে প্রতিবেদন দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করেছি। আইন অনুযায়ী পর্যালোচনা করে কারিগরি কমিটির প্রতিবেদন দিয়েছি।’ তবে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
নির্বাচন কমিশনে জমা পড়া ৭৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ছয় শতাধিক আবেদন পর্যালোচনার পর এই কমিটি গঠন করা হয়। সাত সদস্যের কারিগরি কমিটির আহ্বায়ক করা হয় সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হককে। কমিটির অন্য সদস্যরা হলেন—ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।
এর আগে, সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, ভৌগোলিক অবস্থা ও অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আইনগত এখতিয়ার বিবেচনায় রেখে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করতে হবে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড