ষ্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ে টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ওবায়দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় জেলা সদরের হ্যালিপেড-দেওয়ানহাট আঞ্চলিক সড়কের ঝাকুয়াকালী নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের কছিম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যালিপেড বাজারের পাশে ইউনিয়ন পরিষদ থেকে বিকেলে পণ্য নিয়ে সাইকেল যোগে বাসায় ফিরছিলেন ওবায়দুর রহমান। পথিমধ্যে একটি ট্রাক দ্রæতগতিতে আসার সময় রাস্তার ধারে স্তুপ করে রাখা বালিতে সাইকেল পিছলে পড়ে গিয়ে ট্রাকের বডিতে ধাক্কা লেগে মাথায় গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হয়েছে। পরবর্তিতে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।