শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর ১০ বেঙ্গলের কমান্ডিং অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার ঘর থেকে দুটি পিস্তল, একটি পিস্তলের ব্যারেল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির নানা উপকরণ জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সরঞ্জামগুলো ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তৈরি করে তা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার রফিকুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড