নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এনায়েত লস্কার, ইউপি সদস্য অহিদ শেখ, ওমর মোল্লা এবং মশিয়ার শেখ গ্রুপের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন বিএনপির ইউনিয়ন সভাপতি পারভেজ কাজী এবং ৯নং উলা ওয়ার্ড বিএনপির সভাপতি তবিবর মোল্লার পক্ষের কয়েকজন নেতা-কর্মী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ জুলাই শুক্রবার রাতে ওয়ার্ড সভাপতি তবিবর মোল্লার পক্ষের জুয়েল মোল্লা, শরিফুল, জাকির, আনিচ ও সিনবাদসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ গ্রুপ।
এরপর ১২ জুলাই শনিবার সকালে গরু বাঁধতে গেলে বাবু গাজী নামের এক ভ্যানচালককেও একই গ্রুপের লোকজন হামলা চালিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিএনপি নেতা পারভেজ কাজী বলেন, "আমাদের লোকজনদের প্রতিপক্ষের সন্ত্রাসীরা মারধর করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং চাই এদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।"
প্রথম হামলার ঘটনায় আহত জুয়েল মোল্লার স্ত্রী সুবর্ণা আক্তার বনানী ১৪ জুলাই সোমবার লোহাগড়া থানায় ৩৫ জনের নাম উল্লেখ ও ৫-৬ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর ৬)। তবে ঘটনার এতদিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেছেন আহতদের পরিবার।
অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ গ্রুপ নিজেরাই নিজেদের ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে পরে পারভেজ কাজী ও তবিবর মোল্লার লোকজনদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের পাঁয়তারা করছে।
প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এলাকা ছেড়ে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনার সাথে জড়িতরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড