ক্রাইম রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় 'করাত কাশেম' নামে পরিচিত বিতর্কিত ফেসবুক আইডি ব্যবহারকারী মওদুদ আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের পর তাকে আটক করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া বাদী হয়ে এই মামলা (মামলা নং-৩২) দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মওদুদ আহমেদ 'Mitu Islam' নামের একটি ফেক আইডি থেকে রুবেল মিয়ার কাছে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রাণনাশের হুমকি থেকে বাঁচতে রুবেল দুটি মোবাইল নম্বরে (০১৭১৭৯৩৫৩১৮ ও ০১৬০৭৩০০৫০৮) দুই দফায় ১০ হাজার টাকা প্রদান করেন। এজাহারে আরও বলা হয়েছে, এই টাকা পাওয়ার পরেও মওদুদ আহমেদ অবশিষ্ট ১ লক্ষ ৯০ হাজার টাকা বারবার দাবি করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায়, সোমবার মওদুদ পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রুবেল মিয়ার কাছে বাকি টাকা দাবি করেন। রুবেল টাকা দিতে অস্বীকৃতি জানালে মওদুদ তার সাথে দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকি দেন।
এসময় আশেপাশে থাকা লোকজন চাঁদাবাজ 'করাত কাশেম' ওরফে মওদুদকে আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। বর্তমানে মওদুদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মওদুদ আহমেদ কমপক্ষে ১২টি ফেসবুক আইডি ব্যবহার করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে বিভিন্ন মানহানিকর ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মওদুদ আহমেদ পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের জয়নাল মৌলভীর পুত্র।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড