ভোলাহাট প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম আমড়ীতলা আশ্রয়ন প্রকল্পের মেইন রাস্তাটির বেহাল অবস্থা।এ রাস্তাটি ১৯৯৮ সনের দিকে তৈরি করা হয়েছিল। রাস্তা টি এখন জন সাধারণের মরণফাদ। এ রাস্তাটি নিয়ে নেয় কোন মেম্বার ও চেয়ারম্যানের পদক্ষেপ। রাস্তা টি দিয়ে আটো, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল নিয়ে জন সাধারণের দুর্ভোগের মুখে পড়তে হয়। রাস্তাটি ইট দিয়ে হিয়ারিং রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তুু এখন রাস্তাটির ইট বসে গিয়ে বিভিন্ন জায়গায় গর্ত ও মরণ ফাঁদ তৈরি হয়েছে। এতে করে না জাহালে পরেছে এই গুচ্ছগ্রামের আমড়ীতলা আশ্রয়ন প্রকল্পের এলাকার জনসাধারণ। তাই ভোলাহাট উপজেলা প্রশাসন ও ইউএনও মহোদয়ের নিকট আকুল আবেদন এই আমড়ীতলা আশ্রয়ন প্রকল্পের মেইন রাস্তাটির বিষয়টি তদন্ত করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড