মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ বালু মহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি বাহিনীর লোকজন। এ সময় গুলিতে লালু গ্রুপের সদস্য আব্দুল মান্নান ওরফে ‘শুটার মান্নান’ নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে সংঘর্ষে জড়ায় তারা। নিহত মান্নান গজারিয়ার জষ্ঠীতলা গ্রামের বাসিন্দা। সংঘর্ষে একই গ্রুপের সদস্য হৃদয় বাঘসহ আরও কয়েকজন আহত হয়েছেন।গজারিয়া নৌ-পুলিশের উপপরিদর্শক-এসআই জাহাঙ্গীর আলম খান জানান, “নিহত মান্নানের মরদেহ মেঘনা নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল লুঙ্গি এবং শরীরে শার্ট ছিল।”
স্থানীয়রা জানায়, মেঘনা নদীর গুয়াগাছিয়া ও ইমামপুর সংলগ্ন একটি অবৈধ বালুমহাল দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে নয়ন-পিয়াস গ্রুপের লোকজন। সেই বালুমহালটির নিয়ন্ত্রণ নিতে চাইছিল ইমামপুর ইউনিয়নের আরেক সন্ত্রাসী গোষ্ঠী লালু গ্রুপ।
সোমবার ভোরে লালু গ্রুপের সদস্যরা নয়ন-পিয়াস গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ কিছুটা পিছু হটলেও সকাল ৮টার দিকে তারা একাধিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে লালু গ্রুপের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মান্নান।গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন তদন্ত চলছে।”
১৮ জুলাই শুটার মান্নান বাঘাইয়াকান্দি মাছ বাজারে শটগান দিয়ে গুলি চালিয়ে এক মাছ ব্যবসায়ীসহ চারজনকে আহত করেছিলেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড