মংচিন থান তালতলী প্রতিনিধিঃ
বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রান্তিক নারী মৎস্যজীবীদের সংগঠিত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ‘ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন’। ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই শনিবার সকাল ১০টায় বড়আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের আওতাধীন ২৫টি প্রাথমিক মৎস্যজীবী দলের নির্বাচিত নারী প্রতিনিধিরা।সভায় সর্ব সম্মতিক্রমে শ্যামলী রানীকে সভাপতি ও মিনারা বেগমকে সহ-সভাপতি নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ এর সভাপত্বিতে ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম, ফাইন্যান্স অফিসার নিলুফার বি আম্মান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সাব্বির মাহমুদ আবির প্রমূখ।
সিবিডিপির এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, “নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। এই ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, এটি নারী মৎস্যজীবীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হয়ে উঠবে। আমরা চাই, নারীরা যেন এই ফেডারেশনের মাধ্যমে নিজেদের নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে।”
এই ফেডারেশন স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), সহযোগিতায় উত্তরণ, অর্থায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড