শেখ জিল্লুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার মধুকবির জন্মস্থান সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপরের কাঠের ব্রিজটি ভেঙে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাগরদাঁড়ি ও পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। ব্রিজ না থাকায় আবার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদীতে জমাট বাঁধা শেওলা/কচুরিপানার উপর দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, সম্প্রতি ভারী বর্ষনে অনেকদিন ধরেই কপোতাক্ষ নদে কচুরিপানা জমে থাকায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত ১৬ জুলাই উজান থেকে নেমে আসা শেওলা/কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙে নদে বিলীন হয়ে যায়। অথচ এটি ছিল সাগরদাঁড়ি ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান মাধ্যম। এখন কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে হাঁটছেন জমাট বাঁধা শেওলার উপর দিয়ে, আবার কেউ নৌকা ভাড়া করে পার হচ্ছেন। সাঁকো দিয়ে প্রতিদিন কেশবপুরের সাগরদাঁড়ি, শেখপুরা, রেজাকাটি, বগা, মহাদেবপুর ও তালা উপজেলার সারসা, সরুলিয়া, সেনেরগাতি, ধানদিয়াসহ ২০/২৫ গ্রামের মানুষ চলাচল করে থাকেন। সাগরদাঁড়িতে রয়েছে কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়।
সারসা গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, “ব্রিজ না থাকায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। শেওলার উপর দিয়ে চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে যাচ্ছে। দ্রুত একটা বাঁশের সাঁকো বা কাঠের ব্রিজ হলেও দরকার।”
ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানিয়ে এলাকাবাসী জানান, ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া, রোগীসহ নানান কাজে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। দ্রুত বিকল্প ব্যবস্থা এবং টেকসই ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড