সৈয়দপুর প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পার্বতীপুর থেকে সৈয়দপুরগামী একটি পান বোঝাই ট্রাক ব্যাটারি চালিত ভ্যানচালককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকটি রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী সামান্য আহত হন এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ভ্যানচালককে পাশ কাটাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।”
উল্লেখ্য, পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই রুটে ভারী যানবাহনের চলাচল বেশি হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।