ক্রাইম রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর গ্রামের হবিবর রহমানের ছেলে ও একুশের বাণী বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক নূর আলম এর সঙ্গে জমি নিয়ে বি'রোধ প্রতিপক্ষ কর্তৃক সাংবাদিকের মোটর সাইকেলে অ'গ্নি সংযোগ।
জানা যায়, পৌর এলাকার কানুপুর গ্রামের সাংবাদিক নূর আলমের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৫ শতক ধানী জমি নিয়ে এইক গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিনুর আলম রুবেল এর সঙ্গে উল্লেখিত জমি নিয়ে দীর্ঘদিন যাবত বি'রোধ চলে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উক্ত জমিতে নূর আলম তার পরিবারের লোকজন নিয়ে জমিতে ধান রোপনের প্রস্তুতি নেওয়ায় প্রতিপক্ষরা সাংবাদিক নূর আলমের বাড়ীর পার্শ্বে রাখা তার ব্যবহৃত মোটর সাইকেলে আ'গুন দিয়ে পুড়িয়ে দেয়। এব্যাপারে নূর আলম বলেন, উক্ত জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত যাহার দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র আমাদের নামেই রয়েছে। প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলে নিতে চায়। তারা আমার ব্যবহৃত মোটর সাইকেলে আ'গুন দিয়ে পুড়ে ফেলে ক্ষ'তিগ্র'স্ত করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, এব্যাপারে অভি'যোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দতন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড