আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন রানীপুকুর বিএনপি’র উদ্যোগে রানীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্টিত হয়। উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়সাল আহমেদ সজল। তিনি বলেন, তিনি বলেন, এই অন্তবর্তিনকালীন সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকবান্ধব সরকার ছিলেন। তিনি ইরিধান,অগভীর, গভীর নলকুপ, ইন্জিনচালিত লাঙ্গল বিদেশ থেকে কৃষকদের জন্য এনেছেন। প্রধান বক্তা ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দেন। তাঁকে আমরা কোনদিনই ভুলতে পারবনা।