আন্তর্জাতিক ডেস্কঃ
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় না খেয়ে ১০ জনসহ ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১১-তে, যার বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় অন্তত আরও ১০০ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন ত্রাণের জন্য অপেক্ষারত ছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ৫ বছরের কম বয়সী ২১ শিশু চলতি বছর অপুষ্টিজনিত কারণে মারা গেছে। সংস্থাটি জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৮০ দিন তারা কোনো খাদ্য সহায়তা পাঠাতে পারেনি এবং এখন যেটুকু পাঠানো হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
এক বিবৃতিতে ১১১টি সংস্থা—যেমন মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও রিফিউজিস ইন্টারন্যাশনাল—জানিয়েছে, “বিশাল মাত্রার দুর্ভিক্ষ” ছড়িয়ে পড়ছে, এমন সময়ে যখন টনকে টন খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী গাজার বাইরে পড়ে আছে, যেগুলো ত্রাণ সংস্থাগুলো ব্যবহার করতে পারছে না, কারণ তাদের বাধা দেওয়া হচ্ছে।
আল জাজিরার তাড়েক আবু আজ্জুম, যিনি গাজার কেন্দ্রস্থল দেইর আল-বালাহ থেকে প্রতিবেদন দিচ্ছেন, বলেছেন: “ক্ষুধা এখন বোমার মতোই প্রাণঘাতী হয়ে উঠেছে। পরিবারগুলো আর পর্যাপ্ত খাবার চাইছে না, তারা যেকোনো কিছু চাইছে।”
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড