নড়াইল প্রতিনিধিঃ
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইল যৌথভাবে এই আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বন বিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান এবং নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টল অংশ নিয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, "শিক্ষার্থীদের মধ্যে ২টি করে ফলজ চারা বিতরণ করা হয়েছে, তারা নিজেদের বাড়ির আঙিনায় তা রোপণ করবে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো।"
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড