আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
১৯৯৫ ইং সালে স্থাপিত রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। আজ ২৩ জুলাই ২০২৫ দপুরে দ্বিতীয় শিপটে সরেজমিনে গিয়ে দেখা যায় ৪ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ৫ জন শিক্ষক। বিদ্যালয় পরিদর্শনে ও রয়েছেন সহকারী শিক্ষা অফিসার (এটি ও) । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রয়েছেন এ টি ও কে ম্যানেজ করতে ব্যাস্ত সময় পার করছেন। অন্য ৪ জন শিক্ষকের মধ্যে এক জন রয়েছেন ছুটিতে। অন্য ৩ জন শিক্ষকের মধ্যে তৃতীয় শ্রেনীতে ১ জন, ৪র্থ শ্রেনীতে শিক্ষার্থী ২ জন,ও ৫ম শ্রেনীতে ১ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস করছেন সহকারী শিক্ষকরা,স্কুলের বেহাল দশা ও ছাত্র-ছাত্রীদের কম সংখ্যক নগণ্য উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন অনেক চেষ্টা করে ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না, সাংবাদিকদের উপস্থিতি দেখে সহকারী শিক্ষা অফিসার (এ টি ও) দ্রুত স্কুল ত্যাগ করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কে ছাত্র/ছাত্রী উপস্থিতি বিষয়ে জানতে চাইলে আজ ছাত্র/ ছাত্রী বিদ্যালয়ে আসেননি বলে জানান। আর অন্য কোন মন্তব্য করতে তিনি রাজি হননি। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আমি নতুন যোগদান করেছি বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।