বিশ্বনাথ প্রতিনিধিঃ
‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’র আওতায় শিক্ষা মন্ত্রণালয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ২:৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদের পরিচালনায়।অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন।,শিক্ষার্থী আব্দুস সামাদ। অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার কামাল বাজার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল-আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।আরো উপসস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মিতা বেগম, আখতার হোসেন। এসময় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।