নলছিটি প্রতিনিধিঃ
ইউএনও হিসেবে চাকরির প্রথম কর্মস্থল ঝালকাঠির নলছিটি উপজেলা।সাধারণ মানুষকে পরিবার মনে করে ভালোবেসে নিজ দায়িত্ব শুরু করেন মোঃ নজরুল ইসলাম ।
নলছিটির বিগত ইতিহাস ভেঙ্গে সৃষ্টি করেন এক বছর ১০ মাসে নিজের বিনয়ী আচরণ এবং নিজ দায়িত্বের বাইরেও অনেক সামাজিক কর্মকাণ্ডের। যার কারণে বেশ প্রশংসিত হন তিনি।
নলছিটি উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে তৈরির চেষ্টা করেছেন। সফলও হয়েছেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী তাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বদলি করা হয়েছে। বিদায়ের শেষ মূহুর্তেও তিনি বৃক্ষ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ঐতিহ্যবাহী চায়না মাঠে বৃক্ষ রোপণ করেন তিনি। এসময় সহকারী কমিশনার নুসরাত জাহান, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম ও নলছিটি উপজেলা প্রেসক্লাব এর সংবাদিক গন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম বদলি জনিত বিদায়ী শুভেচ্ছা জানায় নলছিটি উপজেলা প্রেসক্লাব।
ইউএনওর বিদায় উপলক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষও শেষবারের মতো বিদায় সংবর্ধনা দেন। এছাড়া তার বিদায়ের খবরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চলছে আবেগঘন লেখালেখি। অনেকে তাকে অত্যন্ত সৎ ও বিনয়ী দাবি করে তার বিদায় যেন মেনে নিতেই পাড়ছেন না।
এ বিষয়ে বিদায়ী ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, এই উপজেলার ইউএনও হিসেবে ছিলাম। আমি সরকারি দায়িত্ব পালন করেছি, মানুষের অনেক সমস্যারই সমাধান করতে পারিনি। তবে আমি চেষ্টা করেছি সব সেবাগ্রহীতার কথা শুনতে। সেটা অফিস সময়ই হোক আর গভীর রাতেই হোক। মোট কথা গত দেড় বছরের বেশির ভাগ সময় আমি এই উপজেলাকে নিয়ে ভেবেছি। বিনিময়ে মানুষের অপ্রত্যাশিত ভালোবাসা পেয়েছি।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড