বিনোদন ডেস্কঃ
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। পরে আরো ৭ জন মারা যাওয়ার খবর জানা গেছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন। এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নামে বিনোদন অঙ্গনেও।
তারকাদের একের পর এক শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। শোক জানিয়েছেন গায়িকা ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। সেই সঙ্গে দেশের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের।
তবে নিজেদের দিকেও কি এবার আঙুলটা ওঠানো জরুরি নয়? রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসল ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগল এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেল নির্ধিদ্বায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার? এটা তো বরং আমি বলব এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতাশূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!’
এ দেশে দুর্নীতির কোনো পরিবর্তন হয় না উল্লেখ করে পারশা বলেন, ‘এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি! মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লোটে লাখ টাকা, কেউ লোটে পাঁচ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড