ঝিনাইগাতী সংবাদদাতাঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ধানহাটী মোড়ে জুলাই স্মৃতি স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০জুলাই) রাতে অনুষ্ঠিত প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম রাসেল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আল আমিন, (সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ) মো: লুৃৎফর রহমান লাজু,র সার্বিক সহযোগিতায়,আরও উপস্থিত ছিলেন বিউটি অফ ঝিনাইগাতী গ্রুপের প্রতিষ্ঠাতা মো:পারভেজ মোশাররফ, ও গ্রুপের সকল এডমিন প্যানেল সদস্যগণ। বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থান ২০২৪, যা 'জুলাই বিপ্লব' হিসেবেও পরিচিত, বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলন ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলেছিল। আন্দোলনের সূচনা হয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে। সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন তীব্রতর হয় এবং ৫ আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। ওই আন্দোলনে দেড় হাজার মানুষ প্রাণ হারায়। পরবর্তীতে,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে, সেনা প্রধান ওয়াকার-উজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একটি অন্তর্বতী সরকার গঠনের ঘোষণা দেন এবং সকল হত্যার তদন্তের প্রতিশ্রুতি দেন। হাসিনা সরকার পতনের
তিনদিন পর, ৮৪ বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
চিত্র প্রদর্শনীর ছবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধসহ হাজারো ছাত্রজনতার উপর পুলিশী হামলা, ছাত্রলীগের নির্যাতনসহ ফ্যাসিস্ট সরকারের পালিয়ে যাওয়া পরবর্তী উচ্ছ্বাসের ছবি স্থান পেয়েছে। এছাড়া প্রজেক্টরে চলছে জুলাই বিপ্লবের বিভিন্ন ভিডিও চিত্র ও ডকুমেন্টরি। জুলাই বিপ্লবকে ধারণ করে, কারো স্বার্থে বিভক্ত না হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার। বার্তা দিচ্ছে এই প্রদর্শনী।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড