আলোকিত নিউজ ডেস্কঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্ট পর্যন্ত পুনরায় সংশোধনের জন্য আবেদন করা যাবে।
রোববার (২০ জুলাই) এনআইডি শাখার সহকারী পরিচালক মোহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত একটি নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় জানানো হয়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পরিচালিত হয় এনআইডি সংশোধনসংক্রান্ত ক্রাশ প্রোগ্রাম। এই প্রোগ্রামে বিভিন্ন কারণে বহু আবেদন বাতিল করা হয়, যেমন:
-চাহিত কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়া
-অসম্পূর্ণ বা ভুলভাবে আবেদন দাখিল করা
-দাখিলকৃত দলিলাদির সঙ্গে চাওয়া সংশোধনের অসামঞ্জস্যতা
-সাক্ষাৎকারের জন্য ডাকার পর উপস্থিত না হওয়া
এই সকল কারণে বহু আবেদন বাতিল হয় এবং আবেদনকারীরা সংশোধনের সুযোগ হারান।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব আবেদন পূর্বে বাতিল হয়েছিল, আবেদনকারী যদি আবার সংশোধনের আবেদন করেন, তাহলে সেটিকে নতুন উচ্চতর ক্যাটাগরিতে নয়, বরং আগের বাতিল হওয়া ক্যাটাগরিতেই পুনরায় বিবেচনায় নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার পূর্বের সিদ্ধান্তকে ভিত্তি ধরেই আবেদন নিষ্পত্তি করতে হবে।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়ার আওতায় আবেদন গ্রহণ ও নিষ্পত্তি চলবে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড