ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানি জমে জলাবদ্ধতার কারণে ১৩৬ কোটি টাকা ব্যয়ে করা সড়কটি একটি কালবার্টের জন্য নিমার্ণের পূর্বেই ভাঙ্গতে শুরু করেছে। ওই জলাবদ্ধতায় প্রায় ৭একর জমির ফসল বিনষ্ট ও বাড়ি ঘরে পানি ঢুকছে, তলিয়ে গেছে পুকুর, ভেসে গেলে লাখ টাকার মাছ।
খোঁজ নিয়ে জানা যায়, রাজিবপুর ইউনিয়ন পরিষদের সামনে নির্মাণাধীন গাজীপুর-হোসেনপুর সড়কে একটি কালবার্ট র্ছিলো যা দিয়ে পরিষদের আশপাশের জমি বাড়িঘর ও রাজিবপুর বাজারের পানি প্রবাহিত হতো। কিন্তু সড়কটি নতুন করে নির্মাণের সময় ওই কালবার্টটি আর দেয়া হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্ঠি হয়ে ফসলি জমি সহ বাড়িঘর পানিতে তলিয়ে যায়, ভেসে যায় পুকুরের লাখ লাখ টাকার মাছ। বর্তমানে নতুন ভাবে নির্মিত সড়কটি পানির চাপে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।
এবিষয়ে গাজীপুর-হোসেনপুর সড়কে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার আলী নূর বলেন, পূর্বের স্থানেই একটি কালবার্ড নির্মাণে প্রস্তুতি নেয়া হয়ে ছিলো কিন্তু জমি দাতা একুয়ারের টাকা না পাওয়ায় এবং পূর্বে স্থানে করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দন্দ হওয়ায় আর করা হয়নি। পরে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
কালবার্ড অংশে থাকা জমির মালিক আমানুল্লাহ (৭০) জানান, আমার অল্প জমি এখানে বাড়িঘর নির্মাণ করার জন্য রাখা হয়েছে। কালবার্ড নির্মাণ করলে আর বাড়ি করা যাবে না।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান বলেন, পূর্বে যে ভাবে কালবার্ড ছিলো, সে স্থানেই কালবার্ড করা জরুরি । অন্যথায় ফসলি জমি গাছপালা বাড়িঘর এবং রাস্তার ব্যাপক ক্ষতি হবে।
কালবার্ডটি নির্মাণের জন্য আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত দিয়ে ছিলেন ওই ইউনিয়নের আব্দুর রাজ্জাাক। তিনি বলেন, আবেদন করা হয়েছে কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সনজিদা রহমানের সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।