আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন কালপর্বে প্রবেশ করেছে। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উত্তর বাংলাদেশে ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এক মতবিনিময় সভা আগামী ৩১শে জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে আজ ২০ জুলাই ২০২৫ রোববার সকাল ১১ টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন সহ রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নব-নির্বাচিত সকল নেতৃবৃন্।