1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জলঢাকায় যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল পঞ্চগড় জেলা শিবিরের নতুন নেতৃত্বে রাশেদ ও মুহিব সিলেট-২ আসনের জমিয়তের প্রার্থী আলহাজ্ব হোসাইন আহমদের সংবাদ সম্মেলন দেহব্যবসার অভিযোগে সৌদিতে নারীসহ ১২ প্রবাসী গ্রেপ্তার সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ইন্তেকাল গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা দামুড়হুদায় ইজি বাইকের ধাক্কায় তুষার নামের শিশু নিহত বৃষ্টির কারণে অধিকাংশ সবজির বাড়তি দাম, কমেছে ডিম-মরিচের সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৃষ্টির কারণে অধিকাংশ সবজির বাড়তি দাম, কমেছে ডিম-মরিচের

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

সারা দেশে টানা বৃষ্টির কারণে সরবরাহ কমেছে সবজির। যার ফলে দুই সপ্তাহ ধরে বৃষ্টির অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। এছাড়াও বেশ দীর্ঘ সময় পর বাজারে উর্ধ্বমুখী পেঁয়াজের দাম। কম দাম থাকা ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, টানা বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ পরিস্থিতি বেশ কিছুদিন ধরে বাড়ানো হচ্ছে। যে কারণে অনেক পদের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন কিনতে হচ্ছে ১০০ টাকা, কোন কোন বাজারে আরও বেশি দামেও বিক্রি করতে দেখা গেছে।

পেঁপে, ছোট পটলের মত হাতে গোনা দু-তিনটি সবজি স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁপে ৪০ টাকা এবং ছোট পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। তবে কাকরোল, করল্লা, বরবটি ৭০-৮০ টাকা, ঝিঙা, চিচিংগা ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

আমদানির প্রভাবে সামান্য দাম কমলেও এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। প্রতি কেজি কাঁচা মরিচের ২৪০-২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। যা সপ্তাহখানে আগে ৩০০ টাকায় উঠেছিল।

বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। দুদিন ধরে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এজন্য আমাদেরকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। পাইকারিতে পেঁয়াজের দাম এখন ৫৬ থেকে ৫৮ টাকা, যা আগে ৫০ থেকে ৫২ টাকা ছিল।

একই সঙ্গে ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত। ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বাজারভেদে ১৬০-১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৫০-১৭০ টাকায়।

তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির ডিমের দাম গত সপ্তাহে বাড়লেও তা আবার কমতে শুরু করেছে এবং প্রতি ডজন ডিমের দাম ৫-১০ টাকা পর্যন্ত কমেছে এবং ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে মানভেদে কেজিতে ৫-১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এতে করে ঢাকার পাড়া মহল্লার দোকানগুলোতে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে বাজারে ৬০ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে। আগে পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হতো।

খুচরা বাজারের ক্রেতা-বিক্রেতারা বলছেন, কয়েক মাস ধরেই ৫০-৬০ টাকায় স্থিতিশীল অবস্থায় ছিল পেঁয়াজের দাম। হঠাৎ করেই দুই-তিনদিন ধরে বাড়তে শুরু করেছে। গত কোরবানি ঈদেও পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট