ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখায় নেতৃত্বে পরিবর্তন এসেছে। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহিব্বুল্লাহ মুহিব।
শুক্রবার সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে এই সেটাপ সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী জেলা সভাপতি জুলফিকার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম। তিনি গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ ইসলামের নাম ঘোষণা করেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে নতুন সভাপতির পরামর্শক্রমে মোহিব্বুল্লাহ মুহিবকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, ঠাকুরগাঁও শহর শিবির সভাপতি আমজাদ হোসাইন, সাবেক জেলা সভাপতি শফিকুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পঞ্চগড় জেলা সভাপতি মাসুদ রানা।
নতুন সভাপতি রাশেদ ইসলাম পূর্বে জেলা শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার ছাত্র। অপরদিকে, নবনির্বাচিত সেক্রেটারি মুহিবুল্লাহ মুহিব ছিলেন শাখার অফিস সম্পাদক এবং বর্তমানে তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফিকহ বিষয়ে কামিল শ্রেণিতে অধ্যয়নরত।
রাশেদ ইসলাম বলেন, “সংগঠনের গঠনতন্ত্র অনুসারে এই মধ্যবর্তী নেতৃত্ব পরিবর্তন হয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনের অগ্রযাত্রায় কাজ করবো।”
উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য জেলা সভাপতি হিসেবে জুলফিকার রহমান এবং সেক্রেটারি হিসেবে রাশেদ ইসলাম দায়িত্ব গ্রহণ করেছিলেন। জুলফিকার রহমান বর্তমানে কেন্দ্রীয় ছাত্রশিবিরে জনশক্তি বিভাগে কাজ করছেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড