সাতক্ষীরা প্রতিনিধিঃ
সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছা হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।
সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের
সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড.আব্দুর ছাত্তার,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান,পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন,শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু,পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ,যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বক্তব্য বলেন, দীর্ঘ ১৭ বছর একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা নির্বাচন, সন্ত্রাস, গুম ও খুনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই। এই সরকার ছত্রছায়ায় থেকে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বিএনপি ও বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড