
মৌলভীবাজার প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের ভাই ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির বক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাতে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।
আটক কবির বক্স হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, “আটককৃত কবির বক্সের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
Like this:
Like Loading...
Related