ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে একসাথে বিষপান করলেন মা ও মেয়ে। শেষ পর্যন্ত মেয়েটি জীবিত ফিরতে পারলেন না, তবে বেঁচে রয়েছেন মা। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রাঢ়ী বাড়িতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। বিষপানে মৃত্যুবরণকারী জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে
জানা যায়, পারুল বেগমের স্বামী জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে তিনি তার স্টেশনারি দোকানে চলে যান। এই বকাঝকার কারণে রাগে- ক্ষোভে-অভিমানে মা ও মেয়ে একসাথে বিষপান করেন। পরিবারের কেউ প্রথমে টের না পেলেও পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় । এতে জান্নাত আক্তারকে আর জীবিত ফেরানো যায়নি। জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মৃত্যুশয্যায় রয়েছেন পারুল বেগম। জান্নাতের মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়নাল। পুলিশের কাছে ঠিকানা ও তথ্য দিতে টালবাহানা করেন, এমনকি অসংলগ্ন কথাবার্তাও বলেন। এতে সন্দেহ তৈরি হলে এসআই সুজন নন্দী ও পরে ফরিদগঞ্জ থানার এস আই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড